সুনামগঞ্জের ২৬ নারী গাড়ি চালানোর প্রশিক্ষণে

Reporter Name
  • বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃএবার হাওরের জীবন ছেড়ে গাড়ি চালনোর প্রশিক্ষনে গেছেন ২৬ নারী। সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফর (এলজিইডি)’র হিলিপ প্রকল্পের উদ্যোগে হাওর জনপদের ২৬ নারী গাড়ি চালানো প্রশিক্ষণে গেলেন।

বুধবার (১০ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ এলজিইডির মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিলিপের জেলা সমন্বয়কারি মোহাম্মদ মিজানুর রহমান খানের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, লাইভিহুড প্রজেক্টের কো-অর্ডিনেটর জিয়াউল হক।

মিজানুর রহমান খান জানান, গাড়ি চালানে শেখার আগ্রহ থাকায় হাওর পাড়ের পিছিয়ে পরা ২৬ নারী গাড়ি চালানো মাসব্যাপী প্রশিক্ষন নিতে আগ্রহী হয়ে উঠেছেন।

তিনি জানান, হিলিপ প্রকল্পের ব্যবস্থাপনায় ওই ২৬ নারীকে বিআরটিসির মাধ্যমে ভারী গাড়ি চালানো (ড্রাইভিং) প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। আজ হিলিপের ব্যবস্থাপনায় গাড়ি চালানো প্রশিক্ষনে সুনামগঞ্জ থেকে গাজীপুরের উদ্দ্যেশে রওনা হয়েছেন ওই ২৬ নারী।

বৃহস্পতিবার (১১ মার্চ) গাজীপুরে বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের গাড়ি চালানোর মাসব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করবেন স্থানীয় সরকার প্রকৌশর অধিদফর (এলজিইডি)র প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান। এতে উপস্থিত থাকবেন হিলিপ প্রকল্পের প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us